মহা দেবী মাতা ছিন্নমস্তা ,~>
তো তারা, কালী, মতঙ্গী, ভৈরবী এক এক করে সতী তার দশ রূপ দেখাতে লাগলো যেই ছিন্নমস্তা রূপ ধারণ করলো নিজের মস্তক নিজে কেটে সেই রক্ত মা নিজে পান করছে, এবার বাবা শিব আর থাকতে পারলো না সে কি ভীষণ বিভীষিকা ভয়ানক রূপ তা দেখে শিব প্রচন্ড ভয় পেলেন তারপর অনুমতি দিলেন তুমি যাও সতী কিন্তু আমি আর যাবো না , আমি জামাই যেখানে আমাকে বলে নাই সেখানে আমি যেতে পারি না । এই ভাবে সিদ্ধ বিদ্যা ছিন্নমস্তা দেবীর সৃষ্টি হলো ইনি হলেন দৈত্য রাজ রাহুর আরাধ্যা দেবী , এনার পূজা কোনো গৃহস্থ ব্যাক্তিরা তারা নিজের গৃহে করতে পারে না এই বিদ্যার আরাধনা স্বশানে কিংবা বনে এর সাধনা করতে হয় । অতি ভয়ংকরি দেবীর সাধনায় সিদ্ধিলাভ করলে সাধক অষ্ট সিদ্ধির অধিকারী হতে পারে । এবং সে শিব স্বরূপ হয় চতুর বর্গ ফল লাভ করে থাকে , সকল সুরও সুন্দরিগণ তার বশীভূত হইয়া থাকে সে সর্ব বিদায় পারদর্শী হয়ে থাকে ও তার সর্ব শত্রু পরাজিত হয় ।
এটি সিদ্ধ বিদ্যার সাধন অতি গোপনীয় সৎ গুরুর আদেশে এই সাধনা করতে হয় ,
ক্লিং হ্রিং শ্রিং ঐং বর্য্যবৈরচনীয় হুং হুং ফট স্বাহা ! এটি মায়ের মন্ত্র রাজ এই মন্ত্র ১,২৫০০০ / লক্ষ জপে মন্ত্র সিদ্ধি হয় পুরশ্চড়নে ।
এর পর সতীর দেহত্যাগের বিষয় লিখবো ।
এই ছিন্নমস্তা সৃষ্টি রহস্য কথা । ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে !
জয় মা
উত্তরমুছুন