পোস্টগুলি

পুরী ভ্রমণ কাহিনী SEO লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভ্রমণ কাহিনী পুরী

ছবি
   জয় জগন্নাথ স্বামী নয়নও পথ গামী ভবতূ মে, জগন্নাথের বদন হেরি  জগন্নাথ কাঁদিছে । গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সচল জগন্নাথ নবদ্বীপ চন্দ্র শ্রী কৃষ্ণ চৈতন্যদেব সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর মায়ের আদেশে প্রভুর লীলা চলে বাস, তখন পুরীর মহারাজা ছিলেন প্রতাপ রুদ্র ও 9গুরুদেব কাশী মিশ্র যে বাড়িতে থাকতেন চৈতন্যদেব তার বাড়িতে থাকতেন । সেই ঘরটি বড়ই ছোট্ট ছিল কিন্তু প্রভু ছিলেন বিরাট পুরুষ আজনুলম্বিত বহু সেখানে সেবক হিসেবে গোবিন্দ দাস আর থাকতেন রায় রামানন্দ ও স্বরূপ দামোদর পণ্ডিত, দিনে নিত্য কীর্তন আর জগন্নাথ দর্শন রাত্রে রায় ও স্বরূপ সনে কৃষ্ণ কথা আলাপন । কেনো ! না প্রভু রাধা ভাবে বিবাবিত তিনি রাধা ভাব নিয়ে এসেছেন ব্রজেন্দ্র নন্দন শ্রী কৃষ্ণ আর ব্রজের শ্রীমতী রাধারাণীর সখী হলেন রায় রামানন্দ বিশাখা ও স্বরূপ হলেন ললিতা সখী ,  সারা রাত রাধা ভাবে তাদের সঙ্গে কৃষ্ণ কথা বলতেন । সে প্রেম রস নিগূঢ় তত্ব কথা যা সাধারণ জীবের বোধ গম্য হয় না, অষ্ট সাত্ত্বিক ভাবে বিকার হতো প্রভুর মুখ ঘষতেন মাটিতে মুখ থেকে রক্ত ঝরে পরতো উন্মাদের মতো রাধা হয়ে হা প্রাণনাথ কৃষ্ণ বলে কাদেন প্রভু । এই ভাব