বিয়ের পর আসল মজা আগে কেনো নয় ~💟
আমার প্রিয় বন্ধুরা বিয়ের পর হয় আসল মজা না পরে হয় আসল মজা সকল ছেলেদের ? আচ্ছা বলুন তো আমরা তো সবাই কথায় কথায় বলে থাকি আগে তিতা পরে মিঠা ভালো । খাবার খাওয়ার সময় তো আমরা সবাই তেতো সুক্তানি খাই সবার শেষে আমরা মিষ্টি পায়েস খেয়ে থাকি । তাই না ! যাতে আমাদের রসনার তিক্ত রস আস্বাদন এর স্বাদ গিয়ে আমাদের রসনায় মিষ্টি রসের স্বাদ অনুভূত হয় , কিন্তু যদি দেখুন এই কথাটা সব ছেলে ও মেয়েদের জীবনে প্রেম এবং বিবাহ ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হতো তাহলে কতই না ভালো হতো বিয়ের আগে তিতা ও বিয়ের পর মিঠা । তাহলে বোধ হয় কেউ প্রেম ভালোবাসাই হয়ত করতো না, এবং প্রেমের অনুভূতিটা যে কি সেটা কারোর এত মধুর করে তাদের অন্তরে অনুভূতিই হতো না । কেউ জানতোই না যে প্রেম টা কি বস্তু খায় না গায়ে মাখে তাই না বলুন, আমি অনেক কে প্রশ্ন করে তাদের মুখে বলতে শুনেছি বিয়ের আগে মজা লাগে না বিয়ের পর মজা লাগে ? তারা বলে বিয়ের আগেই মজা গো পরে কিছুই নেই পরে শুধু খোঁজা পূর্বের প্রেম কোন জানালা দিয়ে পালিয়েছে কে জানে, সে আসেও যেমন অজান্তে আবার চলেও যায় কাউকে না জানিয়ে । এ বড় আজব কারখানা তৈরী মাল তাই না আর এই মজা আপনেরা সকলেই টের পেয়েছেন মানে যারা বিবাহিত বন্ধুরা, রাগ করবেন না আমি একটা আলোচনার মাধ্যমে জানতে চাই এটা হয় কেনো ? কি কারণে হয় এর মূল কারণটা কি নারী না পুরুষ কিংবা অন্য কোনো কেউ হবে ? যারা এমন অনেকেই চাননা যে কোনো সংসার সুখের হোক ! বা এর চেয়েও কোনো বিশেষ রহস্যপূর্ণ কোনো কারণ থাকতে পারে কি ? যা হয়ত আপনারাই বলতে পারেন ।
আমাকে একজন বড় আবেগপূর্ণ কণ্ঠে বলে বসলো, তুমি বিয়ে করোনি খুব ভালই করেছ তুমি বেচে গেছো ভাই তার কথা শুনে আমার মনে হলো যেন কত চাপা বেদনা জড়ানো তার সেই সুর আহা বিবাহিত জীবনে ছেলে ও মেয়েরা সুখী না হয়ে দুঃখী কেনো হয় ? সবাই তো সুখী হতে চায় কেউ সুখ পায় কেউ পায় না । এটাই কি এই প্রকৃতির নিয়ম আর এর নামই কি মায়ার সংসার ! তবে যে কোনো জিনিষ যতক্ষণ না কাছে পাচ্ছেন ততক্ষণই সেটি পাবার জন্য তার তীব্র আখাংকা ও অনুভূতি ভোগের কামনা প্রবল ভাবে থাকে কিন্তু সেটি পাবার পর কি আর আগের মতো সেই মনের উন্মাদনা হয় কি ? না । যেমন রাজভোগ খাওয়ার পর যেমন পরে আর রাজভোগ খাওয়ার লোভ বা লালসা থাকে না তদ্রুপ ঠিক তাই , অনুভবী বন্ধুরা এই কথার সারার্থ মর্ম অনুভব করে দেখুন তা সহজেই বোধগম্য হবে আপনাদের ঠিক আছে ।
প্রেমের মধুরতা তখনই অনুভব করতে পারা যায় যখন তাকে বিরহ পর্শ করে সর্বদা ভয় হয় তাকে হারিয়ে ফেলার । তবেই বোঝা যায় তার কদর কতখানি ও তার মূল্যবোধও কতটা দামী হয় যা কোনো জাগতিক অর্থের বিনিময়ে আমরা তাকে খরিদ করতে পারি না বন্ধু । যখন প্রেমের অবহেলা হয় তখন বিরহ এসে তাকে উচিৎ শিক্ষা দিয়ে বুঝিয়ে দেয় তার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব প্রেমের তার কাছে কতখানি ।
আমাদের কোনো কোনো সময় কাউর কঠিন ব্যাবহার কে শত্রুর আচরণের মতন বলে হয়, কিন্তু সেটা আমাদের জীবনে একদিন পরম বন্ধুর ন্যায় পরম উপকারী হয়ে আমাদের পরম মঙ্গলময় হইয়া থাকে । তদ্রুপ বিরহ কে আমরা শত্রু হিসেবে
অনুভব করি কিন্তু সেই বিরহ কোনো সময় আমাদের মিত্রের ন্যায় উপকারী হয়ে থাকে । ও এই শিক্ষার প্রয়োজন অনেকের জীবনে আছে সোজা হয়ে চলতে শেখায় তাতে বন্ধুত্বের বন্ধন আরো সু দৃঢ় হয় । তাহলে কি বুঝলাম আমরা বিয়ের আগে মজা পরে নয় কেনো ? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।
ফলো করে সঙ্গে থাকবেন ।
সঞ্জয় শাস্ত্রী ~
Hello Flow me
উত্তরমুছুন