রঘুনাথ দাস গোস্বামী
রঘুনাথ এর ভজন যেনো পাষাণের রেখা ! শ্রী রঘুনাথ দাস গোস্বামী, গৌরাঙ্গ মহাপ্রভু র নিত্য সিদ্ধ পর্ষদ ছয় গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিলেন, এনি বাংলার আদিসপ্তোগ্রা ম এর জমিদার গোবর্ধন দাসের একমাত্র পুত্র ! হিরন্ন দাস বড় ভাই ও গোবর্ধন দাস ছোটো ভাই তার সংসারে কোনো মন নেই দেখে তার পিতা তাকে লৌহ কারাগারে বন্ধন করে রেখেছেন ! রঘুনাথ এর মা তার বাবা কে বললেন দেখ রঘুনাথ কে ওই ভাবে কষ্ট দিয়ে কি লাভ, স্বর্গের অপ্সরী সমান যার স্ত্রী আর দেবরাজ ইন্দ্র তুল্য যার ধন জীবের প্রধান বন্ধন হচ্ছে এই কামিনী আর কাঞ্চন তা দিয়ে যখন তার মন বাঁধতে পারনি তখন লোহার শেখলে কি তাকে বাধা যায় । ওকে ছেড়ে দাও ও চৈতন্যের দাস চৈতন্যের কাছেই যাক, আচ্ছা তাই হোক এই বলে বাবা তাকে কারাগার থেকে মুক্তি দিলেন পিতা ও মাতা কে প্রণাম করে রঘুনাথ তার স্ত্রী রত্নাবতি নিকটে বিদায় চাইলেন, স্ত্রী রত্নাবতি বলেন আমি তো আর পারবোনা তোমার মতন তোমার গৌরের কাছে যেতে । তুমি আমার হয়ে তার কাছে পার্থনা করো আমি যেনো ঘরে বসে তোমার কৃষ্ণ কে পাই, নয়নের জলে বিদায় দিলেন । রঘুনাথ ছুটতে ছুটতে চললো শ্রী ক্ষেত্র পুরীর উদ্দেশ্যে এস
Good Morning
উত্তরমুছুনHello
উত্তরমুছুন