জনগণ - অধিনায়ক জয় হে ~

           সেই  ছোটো বেলায়  আমি যখন  আমার  সহপাঠীদের  সঙ্গে  স্কুলে  যেতাম  সেই  সব  দিন গুলির কথা  কি ভোলা  যায়,  সে এক  কি বলবো  খোলা মেলা  প্রাণবন্ত  অনাবিল  সে  আনন্দের কথা ।  আর  এই দিন অনেকের জীবনেই এসেছে  তারা  সবাই  জানে  এই জীবন  তাদের কতই  মধুর  আনন্দময়  ছিল,  ঠিক সময়  স্কুলে  পৌঁছিয়ে  সবাই  লাইন  দিয়ে  দ্বারাতাম  আর  আমাদের  মাস্টার মশাইরা  সামনে  দ্বারাতেন  ও  সবাই কে  এই পার্থনা  গান  করাতেন  সুর করে  এই  বিশ্ব কবি  রবীন্দ্রনাথ ঠাকুরের  এই  পার্থনা থেকে  পাঠ  । জনগণ  অধিনায়ক জয় হে ~  
     পায়ের জুতো খুলে রেখে পার্থনা সেরে  আমরা  ক্লাসে  গিয়ে  বসতাম  সে যে কি আনন্দের দিন গুলো ছিল  সে সব দিন  আজ  কোথায়  চলে গেছে,  কলেজ লাইফ এ  এই  আনন্দ নেই  সত্যি করে  বন্ধু ।  যাই হোক  যা চলে যায় সে কি আর ফিরে আসে না আর  আসে না ।  ভারত ভাগ্য বিধাতা ~> 

      কবি সঞ্জয় ! 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

sanjaykumar goswam104@gmail.com

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রঘুনাথ দাস গোস্বামী

Ramayon Ki Mhima